কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে ১৫ বাংলাদেশি

কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে ১৫ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর। একই ফ্লাইটে দেশে ফেরার কথা আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশির। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তাঁরা কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন।

আজ সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান বাংলাদেশের ১৫ নাগরিকের মধ্যে আফগান ওয়্যারলেসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব বিন ইসলাম ।

রাজীব বলেন, গেল মঙ্গলবার আমাদের দেশের উদ্দেশে যাত্রার কথা থাকলেও আমাদের অনুমতি দেওয়া হয়নি বলে কাবুল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে ফিরতে হয়েছিল। পরে বিমানবন্দরে এসে জানি, আজ আমাদের জন্য ক্লিয়ারেন্স রয়েছে।’

তারা স্থানীয় সময় গতকাল বুধবার বেলা দুইটা থেকে কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন তারা। বিশেষ ফ্লাইটটির সরাসরি চট্টগ্রামে অবতরণ করার কথা রয়েছে বলে জানা গেছে।

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি আফগানিস্তানের লোকজনও দেশ ছাড়ছেন। কিন্তু ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন।