কোম্পানীগঞ্জে ৮শ' টাকার জন্য ব্যবসায়ী খুন

কোম্পানীগঞ্জে ৮শ' টাকার জন্য ব্যবসায়ী খুন

সিলেটের কোম্পানীগঞ্জে এক মোরগ ব্যবসায়ী খুন হয়েছেন। 

শনিবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত হাফিজুর রহমান (৪৫) গ্রামে মৃত আছদ্দর আলীর ছেলে। খুনে অভিযুক্ত ফয়জুল বারী (৩০) একই গ্রামের মিরাশ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হাফিজুর রহমান ভোলাগঞ্জ বাজারে মোরগ বিক্রির ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি ফয়জুল বারীর কাছ থেকে ৮০০ টাকা ধার নিয়েছিলেন। শনিবার রাতে পাওনা টাকা ফেরত চান ফয়জুল। তখন হাফিজুরের কাছে টাকা না থাকায় তিনি দিতে পারেননি।

এ নিয়ে কথাকাটাকাটির জেরে ক্ষুব্ধ হয়ে ফয়জুল লাঠি দিয়ে হাফিজুরের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী খুনের ঘটনাটি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, পাওনা ৮০০ টাকার জন্য ঝগড়া থেকে এ খুনের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।