খুলেছে স্কুল-কলেজের দুয়ার, শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা

খুলেছে স্কুল-কলেজের দুয়ার, শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা

প্রায় দেড় বছরের অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মাথায় নিয়েই খুলছে স্কুল-কলেজের দুয়ার। শ্রেণিকক্ষে আসতে যাচ্ছে শিক্ষার্থীরা।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেই দেড় বছর পর খুলছে দেশের সব স্কুল-কলেজ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে শুরুতে স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছিল ১৪ দিনের জন্য। তখনো কেউ ভাবেনি এই ছুটি দেড় বছর পর্যন্ত দীর্ঘায়িত হবে। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের বন্ধের রেকর্ড।

স্কুল-কলেজ খোলার জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীরা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে পারে, সেভাবেই আসন ব্যবস্থাপনা রাখার নির্দেশনা রয়েছে। ভিড় বা জমায়েত এড়াতে স্কুল-কলেজে অ্যাসেম্বলিও আপাতত না করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। বিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার আলাদা রাস্তা রাখতেও বলা হয়েছে।

রোববার স্কুল-কলেজ ক্লাস শুরু হলেও অবশ্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। বিশ্ববিদ্যালয়গুলো এখনো বন্ধই রয়েছে, যেগুলো হয়তো আগামী মাসখানেকের মধ্যে খুলে যাবে।