নেতাগিরি শুধু চিল্লানোর জন্য নয়, কাজের জন্যও হতে হবে: পরিকল্পনা মন্ত্রী

নেতাগিরি শুধু চিল্লানোর জন্য নয়, কাজের জন্যও হতে হবে: পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশের মানুষকে বেশি বেশি কাজ করতে হবে। বেশি কাজ করলেই দেশের ভবিষ্যৎ ভালো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, নেতাগিরি শুধু চিল্লানোর জন্য নয়, কাজের জন্যও হতে হবে। তাই সবাইকে কাজ করতে হবে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি সেবা সংস্থা ফিউচার ব্রিজ ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা দেশের বাইরে থেকে এসে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ঢেউটিন বিতরণ করছেন তাদের ধন্যবাদ জানাই। তবে ত্রাণ দিয়ে জীবন চলবে না। জীবনকে চালাতে হবে কাজ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এসএসটিএস’র কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী রাগাব আলী, ফিউচার ব্রিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত।