লাউয়াছড়া থেকে মৃত বানর উদ্ধার

লাউয়াছড়া থেকে মৃত বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া বনে একটি মৃত বানর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বানরটিকে উপজেলার ভানুগাছ সড়কে বেলতলী এলাকায় রাবার বাগানের রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল হক জানান, খবর পেয়ে তিনি গিয়ে দেখেন বানরটি মৃত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। বানরটির লেজে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। 

ফিনলে টি কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে প্রায় সময় দেখা যায় লাউয়াছড়া বন থেকে দলবেঁধে বানরের দল ওই এলাকায় ঘোরাঘুরি করতে আসে। পথচারী ও পর্যটকরা বানরদের দলবেঁধে চলাচলের দৃশ্য উপভোগ করেন। বনে খাবারের সংকটে বানরের দল প্রায় সময় লোকালয়ে চলে আসে। ফলে তাদের এ রকম দুর্ঘটনার শিকার হতে হয়। 

লাউয়াছড়া জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বানরটি বৈদ্যুতিক শর্টে মারা গেছে। আজ বানরটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।