শর্ত সাপেক্ষে জামিন পেলেন ঝুমন দাস

শর্ত সাপেক্ষে জামিন পেলেন ঝুমন দাস

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাসকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৩ নভেম্বর) ধর্মীয় বিদ্বেষ বা উসকানিমূলক পোস্ট না দেওয়ার শর্তে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ ঝুমনকে ছয় মাসের জামিন দেন।

ঝুমন দাসের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৫ মার্চ হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ঝুমন দাস। এ ঘটনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।