শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে জরিমানা

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে জরিমানা

সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বেকারিকে জরিমানা করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন'র নেতৃত্বে শহরের কয়েকটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

এসময় সিন্দুরখান রোডে অবস্থিত ভিআইপি বেকারি ও কালিঘাট রোডে অবস্থিত আপ্যায়ন বেকারিতে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভোগ্যপন্য উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভিআইপি বেকারিকে ২০ হাজার ও আপ্যায়ন বেকারিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং মান উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।