সিলেটের ৮ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ, চলেছে গণনা

সিলেটের ৮ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ, চলেছে গণনা

সিলেটের দুই উপজেলার ৮ ইউনিয়নে শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

সিলেট সদর উপজেলার ৩টি ও ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোন বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয় ভোটগ্রহন।

সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার। আর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ভোট চলাকালে অনেকটা উৎসব ও সাজসজ্জা দেখা গেছে।

তবে শেষ মুহুর্তে এসে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশে এই স্থগিতাদেশ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থীতা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে।

এদিকে, সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, এ উপজেলার তিন ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজার ইউনিয়নে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে মো. এমদাদুল হক জানান, যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে।