সিলেট জেলা বিএনপির প্রতীকী অনশন সম্পন্ন

সিলেট জেলা বিএনপির প্রতীকী অনশন সম্পন্ন

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার আকুণ্ঠ দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত। তাদের দুর্নীতির মাশুল গুনতে হচ্ছে দেশের আপামর জনতাকে। বন্দুকের নলের জোরে রাতের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই তারা নিজ দলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। মেগা উন্নয়নের নামে তারা জাতির সাথে প্রতারণা করছে। নিত্যপণ্য ক্রমশই মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। 

তিনি বুধবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতীকী অনশন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সকাল ১০টায় প্রতীকী অনশন কর্মসূচী শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে জুস পান করিয়ে অনশন ভাঙ্গান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। 

এসময় তাহসিনা রুশদীর লুনা বলেন, এই সরকারের কাছে জণগনের জীবনের কোন মূল্য নেই। তারা খুন গুম ও দুর্নীতি করে ক্ষমতায় থাকতে চায়। তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জননেতা এম ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মীকে গুম করেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় ছাড়া মানুষের মুক্তি নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দুর্বার আন্দোলন গড়ে উঠবে বলে আমার প্রত্যাশা।

জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সুদীপ রঞ্জন সেনা বপ্পু, যুবদলের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সভাপতি আনসার উদ্দিন, মহানগর বিএনপি নেতা মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ওসমান গনি, আব্দুল লতিফ, হাজী শাহাব উদ্দিন,  এটিএম ফখর উদ্দিন চেয়ারম্যান।