মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে

সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, মুন্সিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিএনপির নেতাকর্মিরা আর পৈশাচিক উল্লাসে মত্ত রয়েছে সন্ত্রাসী মাফিয়া গুষ্টি।  গত কিছু দিন ধরে জনগনের ন্যায্য দাবি আদায়ে জনগন কে সঙ্গে নিয়ে যখন বিএনপি মাঠে নেমেছে তখন থেকে'ই বিএনপি'র জাতীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা বাংলাদেশর সবুজ জমিনকে রক্তাক্ত করতে একের পর এক জেলায় জেলায় হামলা এবং নির্যাতনের পথ বেচে নিয়েছে অবৈধ শাসকগোষ্ঠী।বিগত কিছু দিনে বিএনপির চারজন নেতা কে তারা হত্যা করেছে পুলিশ এবং শাসকগোষ্ঠীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে শত শত নেতা কর্মি গুলিবিদ্ধ হয়েছে। 
বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন-সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, ২১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ মিনহাজ উদ্দিন মূসা, ১১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খসরুজ্জামান খসরু, বিএনপি নেতা শেখ কবির আহমদ, জাকির আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর শ্রমিকদের আহবায়ক আব্দুল আহাদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর জাসাসে সিনিয়র যুগ্ম-আহবায়ক ইফতেখার আহমদ বিপুল, মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্য, সফিকুল ইসলাম টুটুল, আব্দুস সামাদ তুহেল, শাহেদ আহমদ চমন, মোঃ রফিকুল বারী রুমান, মুমিন আহমদ, মামুন আহমদ মিন্টু, মৈনুল ইসলাম, সৈয়দ আমীন আহমদ, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম,রাজু দে, আলী লাহিন, মালেক আহমদ, জেহিন আহমদ, আবু সাঈদ মোহাম্মদ তায়েফ, সবুর আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, কামরান হাসান হেলাল, শাহীন আলী, সায়েম আহমদ, বিমল দেব নাথ, আব্দুল মন্নান, আবু হানিফ, আলতাফ হোসেন টিটু, আব্দুল আহাদ সুমন, কাউছার হোসেন রকি, সুবহান আজাদ চৌধুরী, সোহেল আহমদ, সহিদুর রহমান বিপ্লব, হাফিজ মোহাম্মদ জালাল উদ্দিন, সারোয়ার হোসেন সজিব, নাঈম আহমদ, নোবেল হোসেন সাঈম, জামাল আহমদ, ইমরান আহমদ রাফি, জুয়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি