সেই তিন বন্ধুকে চাপা দেওয়া বাসচালককে গণপিটুনি

সেই তিন বন্ধুকে চাপা দেওয়া বাসচালককে গণপিটুনি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুকে চাপা দেওয়া ঘাতক বাস ও চালককে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

আটক বাসচালক মো. দুলাল মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আরএমপি পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-গ-১৫৪৬১৩) দ্রুত গতিতে চলছিল। বাসটির সামনে ভাঙা থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা বাসটি ধাওয়া করে গোবিন্দগঞ্জ এলাকা থেকে আটক করে চালককে গণপিটুনি দেন। এসময় চালক মোটরসাইকেলে থাকা তিন যুবককে চাপা দেওয়ার কথা স্বীকার করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও বাসটিকে আটক করে।

পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী বাসটি শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাও এলাকায় মোটরসাইকেলে থাকা তিনজনকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বাসের চালক ও বাসটিকে আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।