হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করল শাবি

হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করল শাবি

শিক্ষার্থীদের আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্তে অন্যান্য ফি তাদের সুবিধামতো সময়ে পরিশোধ করার সুযোগ রয়েছে। এসব ফি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পূর্বেও পরিশোধ করতে পারবে।

তিনি বলেন, এবার অনেক শিক্ষার্থী কোনো ধরনের ফি পরিশোধ করা ছাড়াই পরীক্ষা দিতে পেরেছে। আমরা চাই না কোনো শিক্ষার্থীর ওপর অতিরিক্ত কোনো মানসিক চাপ পড়ুক। তারা যখন পারে তখন সেটা পরিশোধ করবে। আমরা করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ও সকলের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।