ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী নিয়ে সমালোচনা!

ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী নিয়ে সমালোচনা!

সিলেট মহানগর আওয়ামী লীগের ২৫ নং ওয়ার্ডের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। ফেসবুকেও চলছে নানা সমালোচনা। গত ৬ মার্চ এই ঈদ পূর্ণমিলনী নগরীর মুমিন খলার একটি বাসায় অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হেলাল বক্স, দপ্তর সম্পাদক মহসিন কামরান, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আহমদ কয়েস সহ বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী।

দলের স্থানীয় নেতাকর্মীর অভিযোগ, আওয়ামী লীগের সম্পুর্ণ মতাদর্শ বিরোধীদের ব্যক্তির বাড়িতে মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের উপস্থিতিতে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান দলের আর্দশ পরিপন্থী। এ নিয়ে ফেসবুক তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের ইউনিট কমিটির সভাপতি মাহতাব উদ্দীন খোকন ফেসবুকে লিখেন, 'জামাত নেতার বাড়িতে  মুমিন খলা ২৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে ডেলে সাজানো উচিত'। এই পোস্টটি ফেসবুকে ব্যাপক শেয়ার হচ্ছে।

২৫ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বলেন, ফেসবুকে যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি খুবই লজ্জাজনক। এটা আমাদের বিব্রতবোধ করে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। কিন্তু ২৫ নং ওয়ার্ডের বিষয়টি ফেসবুকে দেখে খুবই খারাপ লেগেছে। দলের আর্দশ পরিপন্থী কাজ গুলোর ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

তবে পূর্ণমিলনীতে উপস্থিত থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হেলাল বক্স দাবি করে বলেন, 'এটি কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়। ঈদের শুভেচ্ছা বিনিময়। যা হচ্ছে সব অপপ্রচার।'

দপ্তর সম্পাদক খন্দকার  মহসিন কামরান বলেন, 'এই ওয়ার্ডে দলের একজন পদধারী নেতার বাসায় আমরা ঈদ পূর্ণমিলনী করেছি। তাঁর ভাই কি করেন না করেন সেটি বিবেচনায় নেবার বিষয় নয়।'

২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম বলেন, ' যারা দলের খারাপ সময়ে ছিলো না মুলত তারাই এ ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছি। এ বিষয়ে আমরা মিটিং করো সিদ্ধান্ত নিবো।'