আজ বসন্তে রঙিন ভালোবাসার দিন

আজ বসন্তে রঙিন ভালোবাসার দিন

বাতাসে যেন মিষ্টি এক আনন্দের আমেজ। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে ওঠার প্রস্তুতি শুরু হচ্ছে প্রকৃতির। একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস আর বসন্তের রঙ তাই মিলেমিশে এক হচ্ছে আজ ১৪ ফেব্রুয়ারি।

আনন্দের রঙ লেগেছে বাঙালির মনে, দখিনা হাওয়ায় প্রাণবন্ত প্রকৃতি। গাছের ডগায় শোভা পাচ্ছে নতুন পাতা। বাগানে ফুটেছে বাহারি রঙিন ফুল। সবমিলিয়ে সর্বত্র উৎসবের আমেজ আজ। ভাষা, সুর, ছন্দ বলে ‘বসন্ত এসে গেছে।’ 

শীতের রিক্ততাকে আজ বিদায় জানানোর পালা। যৌবনদীপ্ত এই ঋতুতে প্রকৃতি যেমন অপরূপ সাজে ফেরে, তেমনি সেই রঙ ছুঁয়ে আমাদের মন হয়ে ওঠে রঙিন। বাতাস জানিয়ে যায়, ‘আজ বসন্ত জাগ্রত দ্বারে।’  

কমলা, বাসন্তী, হলুদ, সবুজে প্রকৃতির পাশাপাশি সেজে ওঠে উৎসবপ্রেমীরা। প্রকৃতির উৎসব ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই উৎসবেরই দিন আজ, আজ বসন্তের প্রথম দিন।

এতো গেল বসন্তের কথা! আজ কিন্তু ভালোবাসারও দিন। বসন্তের প্রথম দিনে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়ে মন থেকে মনে। ফেব্রুয়ারিকে বলা হয় ভালোবাসা ও আনন্দের মাস। কারণ ভ্যালেন্টাইন ডে উদযাপনের প্রস্তুতি যেন এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়। ভ্যালেন্টাইন সপ্তাহে প্রতিদিন কোনও না কোনও দিবস আছে। যেন সপ্তাহজুড়ে ভালোবাসার উদযাপন!

৭ ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস, ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, বিশ্ব টেডি ডে ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে বা আলিঙ্গন করার দিন, ১৩ তারিখ বিশ্ব চুম্বন দিবস বা কিস ডে পেরিয়ে ১৪ ডিসেম্বর বিশ্ব ভালোবাসা দিবস আসে। এদিন ভালোবাসা উদযাপনের মধ্য দিয়ে পূর্ণতা পায়।

ভালোবাসা দিবস আর প্রকৃতির পালাবদলের বসন্ত একইসঙ্গে দোলা দিয়ে যায় আমাদের যাপনে। ফাগুনের দখিনা হাওয়ায় ভালোবাসার রঙে রঙিন হয় হৃদয়। শুধু তরুণ-তরুণীই নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এই ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।