আবার ভূমিকম্পে কাঁপল সিলেট

আবার ভূমিকম্পে কাঁপল সিলেট

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। শনিবার বিকাল ৪টা ১৮ মিনিটে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

৪ দশমিক ৯ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে বলে জানা গেছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ওই ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ছিল।

তারও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানা যায়। রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৫।

ভূমিকম্পের ডেঞ্জার জোনে থাকা সিলেটে ঘন ঘন ছোটমাত্রার ভূমিকম্পের কারণে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষষজ্ঞরা।