কর্মজীবী শিশুদের নিয়ে শাবির স্বপ্নোত্থানের ইফতার

শাবি প্রতিনিধি || প্রতিবছর রমজানে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থিত কর্মজীবী শিশুদের স্কুল ‘ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়’–এর শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।
প্রতিবারের মতো এবারও এই নৈশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা।
রবিবার (১০ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তাদের এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
'স্বপ্নোত্থান ইফতার মাহফিল–২০২২' আয়োজন বিষয়ে স্বপ্নোত্থানের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, 'স্বপ্নোত্থান তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বপ্নোত্থান প্রতিবছরের ন্যায় এবারও বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে।'