সুনামগঞ্জের জগন্নাথপুর
ছাত্রলীগ নেতার জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের খাবার বিতরণ
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমেদের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার পৌর পয়েন্টে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৩ নং মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ ইফতির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
এদিকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কেটে এই ছাত্রনেতার জন্মদিন উদযাপন করা হয়েছে।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত- তাহা আহমেদ উপজেলার ঐতিয্যবাহী গ্রাম হবিবপুরের বিশিষ্টজন মৃত আব্দুস শহিদ ও রানা বেগম দম্পতির পাঁচ সন্তানের সবার ছোট তিনি।
২০২১ সালের ২৬ অক্টোবর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আব্দুল মুকিতকে সভাপতি ও তাহা আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে তাহা আহমেদ জগন্নাথপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।