বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সিলেটের দায়িত্বে জিসান - আলেক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলেক হোসেইন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত আকিরুল ইসলাম চৌধুরী জিসান নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে নেতৃত্ব প্রত্যাশীদের এবং সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করাই মুলত আমাদেন দায়িত্ব।
জিসান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চলমাম গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগকে সুসংগঠিত করার লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন, আমরা সিলেট বিভাগের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মতবিনিময় সভা করে এবং যাচাই বাচাইয়ের মাধ্যমে ছাত্রদলের রিপোর্ট তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিবো ইনশাআল্লাহ।