সিলেটে ইসকনের ভার্চুয়ালি রথযাত্রার উদ্বোধন

সিলেটে ইসকনের ভার্চুয়ালি রথযাত্রার উদ্বোধন

এবার করোনার কারণে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা না হলেও স্বাস্থ্যবিধি মেনে নগরের কাজলশাহ এলাকায় ইসকন চত্বরে সীমিত আকারে প্রতীকীভাবে রথযাত্রা উৎসব পালিত হয়েছে। সোমবার বিকেলে সিলেটে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন উপলক্ষ্যে ইসকন সিলেটের উদ্যোগে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাসের সঞ্চালনায় এ ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। প্রধান আলোচক ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক নারায়ণ সাহা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘অনেকবার ইসকন সিলেট রথযাত্রা এসেছি। এবার করোনার কারণে সেই আনুষ্ঠানিকতা না হওয়ায় না আসতে পাড়ায় মনটা খারাপ। তিনি বলেন, রথযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। উৎসব প্রিয়ও। আমাদের উৎসবগুলো কোনো ধর্মবর্ণ সবাই একসাথে উপভোগ করে থাকি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরের বার আমরা একত্রিত হবো।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসকন সিলেটর সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানটি ইসকন ইয়ুথ ফোরাম রুমে আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলেন সিদ্ধ মাধব দাস।

ভার্চুয়াল আলোচনাসভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুসলমানরা শুধু নয়, আমাদের সবধর্মের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এ দেশ স্বাধীন করে গেছেন। বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এবং এই বাংলাদেশে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যার যার অধিকার নিয়েই বসবাস করবে, তাদের ধর্মকর্ম পালন করবে।’

তারা আরো বলেন, ‘এই দেশকে আমরা সকলে একসঙ্গে গড়ে তুলতে চাই। বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধিশালী হোক, দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। তাই এই অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে এবং জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করতে হবে।

এছাড়া দিনভর সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ ও করোনা পরিস্থিতি থেকে মুক্তির প্রার্থনা করা হয়।