২৬ এপ্রিল থেকে সিলেটে অনুশীলন বাংলাদেশ টিমের
প্রচণ্ড গরমের মাঝেও একটানা প্রিমিয়ার লিগ, ক্লান্ত অবসন্ন ক্রিকেটাররা। অবশ্য এ বাড়তি ক্লান্তি ও অবসাদ কাটানোর সুযোগও মিলছে। ঈদের ছুটিটা এবার আগের যে কোনো সময়ের চেয়ে লম্বা করা হয়েছে। টানা ২ সপ্তাহ ঈদের ছুটি পাবেন ক্রিকেটাররা। ১ মে শুরু ঢাকার প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ।
আর ঠিক সেদিন মানে মে দিবসের ছুটির দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দল।
আগেই জানা, আয়ারল্যান্ডের মাটিতে নয়, খেলা হবে ইংল্যান্ডে। আগামী ৯ , ১২ ও ১৪ মে তিনটি ম্যাচের ভেন্যু লন্ডনের চেমসফোর্ড। দুই যুগ পর আবার চেমসফোর্ডে খেলবে বাংলাদেশ।
১৯৯৯ সালের ১৭ মে চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিকরা। ২৪ বছর পর সেই মাঠে আইরিশদের সাথে খেলবেন তামিম, সাকিব, মুশফিক, লিটন, মিরাজ, মোস্তাফিজরা।
এদিকে চেমসফোর্ড যাওয়ার আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ দিনের এক আবাসিক অনুশীলন ক্যাম্প করবে টিম বাংলাদেশ। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ২৫ এপ্রিল জাতীয় দল সিলেট যাবে। আর ২৬ থেকে ২৮ এপ্রিল তিনদিনের একদম নিবিড় অনুশীলন হবে।
এরপর ঢাকা ফিরে আসার ২ দিনের মধ্যে লন্ডনের ফ্লাইট। রাবিদ জানান, জাতীয় দল এক বহরেই লন্ডন যাবে। তবে আইপিএল খেলতে যাওয়া লিটন দাস আর মোস্তাফিজুর রহমান পরে ৫ মে নাগাদ লন্ডনে দলের সাথে মিলিত হবেন।
রাবিদ যোগ করেন, আগামী ৩০ এপ্রিল মধ্যরাতে যখন তামিম বাহিনী বিমানে চেপে বসবেন, তখন ঘড়ির কাঁটা ঘুরে ১ মে হয়ে যাবে। জাতীয় দল লন্ডন গিয়ে পৌঁছবে ২ মে। মূল সিরিজ শুরুর আগে ৫ মে তামিম বাহিনী একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।