ক্লিন সিটি সিলেটের সাধারণ সভা ও টিশার্ট উন্মোচন
সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ক্লিন সিটি সিলেট—এর মাসিক সাধারণ সভা ও টিশার্ট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ ফ্রেবুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর জিন্দাবাজার কাজি নজরুল একাডেমিতে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু।
সংগঠনটির আহবায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা রাহাত তরফদার, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজিব আহমদ অপু।
সদস্য সচিব সুয়েব নেওয়াজের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহি, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীনবাডর্সের সাবেক সভাপতি রুহেল আহমদ, ক্লিন সিটি সিলেটের অন্যতম সদস্য আবু তাহের, আবুল বসর সাকু প্রমুখ।
এসময় সংগঠন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজান আহমদ, জুবায়ের আহমদ, সাদিক আহমদ,জানহান,শিহাব,তারেক রহমান, বাবলু, প্রদীপ মালাকার, মোহাম্মদ রুমান,রিফাতুল গনি, রুবেল খান, আব্দুল্লাহ রহমান, কায়কোবাদ, জুমন আহমদ, সাব্বির, শিমুল চন্দ প্রমুখ
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসতিয়াক আহমেদ মারুফ।