সিলেটে করোনা বাড়াচ্ছে লাশের সংখ্যা

সিলেটে করোনা বাড়াচ্ছে লাশের সংখ্যা
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল দুটোতেই বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত চারদিনে সিলেটে মারা গেছেন ১৭ জন রোগী। হঠাৎ করে রোগী মৃত্যুর বিষয়টি ভাবিয়ে তুলেছে সবাইকে।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও বেড়েছে রোগী মৃত্যুর সংখ্যা।

গতকাল সিলেটে যে ৫ জন করোনা রোগী মারা গেছেন তার মধ্যে তিনজনই মারা গেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সিলেটে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। লকডাউনের কারণে এর প্রভাব পড়তে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যা কমছে না।

চিকিৎসকরা বলছেন, এবার যারা আক্রান্ত হচ্ছেন তাদের দ্রুতই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হচ্ছে। ফলে অনেকেই বিলম্বে হাসপাতালে আসেন। আবার কেউ কেউ বেসরকারি হাসপাতালে অর্ধেক চিকিৎসা শেষ করে আসেন। অন্যান্য রোগে ভোগা রোগীরাও আসেন। ফলে ক্রিটিক্যাল সব রোগীকেই পাঠানো হয় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ কারণে সব সময় সাধারণ ওয়ার্ড ও আইসিইউতে রোগীদের চাপ থাকে বেশি।

হাসপাতালের আরএমও ডা. সুশান্ত মহাপাত্র জানান, হাসপাতালে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। মাঝে মধ্যে রোগী বেড়ে গেলে ‘ম্যানেজ’ করতে হয়। আইসিইউতে প্রতিনিয়ত রোগীর ভিড় লেগেই থাকে।’

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সিলেটে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে। গোটা দেশেই বেড়েছে রোগী মৃত্যুর সংখ্যা। সিলেটও এর বাইরে নয়। এরপরও চিকিৎসকরা করোনাকালে রোগীদের জীবন রক্ষায় যে পরিশ্রম করছে সেটি অবিশ্বাস্য। সিলেটে রোগী বাড়লে চিকিৎসার পরিধিও বাড়বে। সরকারের নির্দেশনার প্রেক্ষিতে তারাও প্রস্তুত রয়েছেন বলে জানান।

সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩২০ জন। শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২ জন।

এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

সিলেটে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ১৩৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০০ জন সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৭ জন।