সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : পল্লী ফোরাম চেয়ারম্যান
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চেয়ে দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা চৌধুরী আলী আনহার শাহান।
তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘কোন উসকানিতে পা দেয়া যাবে না। বিজয় মাতৃভূমি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের হবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর সম্ভবত দেশকে অস্থিতিশীল করার একটি ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। হিন্দু মুসলিম আমরা সকলে এই দেশে মিলেমিশে বসবাস করছি যুগযুগ ধরে। কোন উসকানিতে পা দেয়া যাবে না।
একইসাথে দ্রুত চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।