আনোয়ার-মিছবাহর পর এবার প্রার্থীতা ঘোষনা অধ্যাপক জাকিরের

আনোয়ার-মিছবাহর পর এবার প্রার্থীতা ঘোষনা অধ্যাপক জাকিরের

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন যতই এগিয়ে আসছে ততই স্থানীয় আওয়ামী লীগে বাড়ছে উত্তাপ আর দলীয় কোন্দল।

ইতোমধ্যে ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের ‘সবুজ সংকেতে’ আওয়ামী লীগের প্রার্থী হতে মাঠ চষে বেড়াচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। দিয়েছেন মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা। তার পক্ষে সিলেটে একটি অনুষ্ঠানের বক্তব্যও রেখেছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আনোয়ারুজ্জামানের প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে স্থানীয় নেতাদের ক্ষোভ। এ উত্তাপের মাঝেই কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিসিক মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই রেশ শেষ হতে না হতে এবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দিলেন সিসিক মেয়র পদে লড়াইয়ের ঘোষণা।

জানা যায়, গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বর্ধিত এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরগাঁও জামে মসজিদে জাকির হোসেন জুমার নামাজ আদায় শেষে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন- ‘ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। একটি স্মার্ট মহানগর গড়তে চাই। স্মার্ট মহানগরের সব সুযোগ-সুবিধা নগরবাসীর জন্য সুনিশ্চিত করতে চাই।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য আবদুল আজিম ও খলিল আহমদ, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত প্রমুখ।

এ বিষয়ে অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘গত সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। তবে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কাজ করেছি এবং নগরবাসীর সুখ-দুঃখে সব সময়ই ছিলাম- আছি। বন্যা ও করোনার সময়ও নগরে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালিয়েছি। এবারও নির্বাচনে অংশ নিতে আগ্রহী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকার মনোনয়ন দেন বা যাকে দিবেন তার পক্ষেও আগামী নির্বাচনে কাজ করবো।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রকাশ্যে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।