আমি বঙ্গবন্ধুর সৈনিক- যতটা ভদ্র, ততটা অশান্ত, প্রশাসনকে প্রতিমন্ত্রী

আমি বঙ্গবন্ধুর সৈনিক- যতটা ভদ্র, ততটা অশান্ত, প্রশাসনকে প্রতিমন্ত্রী

প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিকের সর্তক করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘যার যেখানে যে কাজ আছে, সে কাজে যদি না পাই তাহলে আপনাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতটা ভদ্র, ততটা অশান্ত।’

মঙ্গলবার (৩১ আগস্ট) কুড়িগ্রামের রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ সর্তককথা বলেন।

মুলত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবলীগ কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসব কথা বলেন মন্ত্রী।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফেসবুকে কবি নির্মলেন্দু গুণের কবিতার লাইন পোস্ট করেন রৌমারী উপজেলার সেলিম মিয়া নামে এক যুবলীগ কর্মী। এ ঘটনায় নিজ দলের নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন তিনি।

যে লেখার কারণে তিনি কারাভোগ করছেন সেটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবি নির্মলেন্দু গুণের মুজিব কাব্যের ‘আগস্ট শোকের মাস, কাঁদো’ নামক কবিতার শেষ লাইন।

পুলিশকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা প্রশাসন আমার দলের ভেতরে দ্বন্দ্ব লাগায় দিচ্ছেন। আমার ছেলেকে চালান করে দিলেন আমাকে বললেন না। কী লিখেছে ছেলেটা, আপনারা কী লেখাপড়া করে এসেছেন? আপনার এসপিকে বলেন।’

মাদক ব্যবসায় বিরোধিতা করায় পুলিশ ওই যুবলীগ কর্মীর (সেলিম মিয়ারা) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ওসি সাহেবদের লাগছিল। তাকে (যুবলীগ কর্মীকে) মামলায় ফাঁসায় দিছে। কেন? সেতো লিগ্যাল আপনি দেখবেন না।’

পুলিশকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে মাদকের জন্য যদি বলি ওকে ধরেন, তখন বলেন স্যার প্রমাণ পাবো কই? যদি বলি ওকে ধরেন, ওই বিএনপির নেতাটাকে- তখন প্রমাণ খোঁজেন।’