ঈদ আনন্দে করোনার হানা, শামসুদ্দিনে ঈদ করবেন ৪৯ জন

ঈদ আনন্দে করোনার হানা, শামসুদ্দিনে ঈদ করবেন ৪৯ জন

সিলেট জেলায় করোনায় আক্রান্ত কিংবা সন্দিগ্ধদের সরকারিভাবে চিকিৎসার জন্য একমাত্র ভরসার স্থল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এবার এই হাসপাতালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন ৪৯ জন রোগী।

আগামীকাল শুক্রবার সিলেটসহ সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। করোনা আক্রান্ত কিংবা সন্দিগ্ধ হওয়ায় হাসপাতালেই কাটাতে হবে তাদের ঈদ।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন রোগী। এদের মধ্যে ৩২ জন করোনায় আক্রান্ত আর বাকি ১৭ জন করোনার লক্ষণ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, যে ৪৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা সকলেই সম্ভবত ঈদ হাসপাতালে কাটাবেন। তবে রাতের মধ্যে কয়েকজন বাড়তে বা কমতে পারেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের জন্য বিশেষ উন্নতমানের খাবারের ব্যবস্থা হয়েছে বলেও জানান তিনি।