চা শ্রমিকদের সাথে শনিবার কথা বলবেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের সাথে শনিবার কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সাথে কথা বলবেন। বিকাল চারটায় প্রধানমন্ত্রী গণভবন থেকে কনফারেন্সে যুক্ত হবেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২৭ আগস্ট) চা বাগান মালিকদের সাথে সভা করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। ওই ঘোষণার মধ্য দিয়ে ৩০০ টাকা মজুরির দাবিতে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা চা শ্রমিক আন্দোলনের অবসান হয়।

এম এম ইমরুল কায়েস বলেন, 'শনিবার বিকালে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্স করবেন। চা শ্রমিকরা কয়েকটি জায়গা থেকে কনফারেন্সে যুক্ত হবেন।'