চিকিৎসা সেবা নিয়ে দুঃস্থদের পাশে মোমেন ফাউন্ডেশন

চিকিৎসা সেবা নিয়ে দুঃস্থদের পাশে মোমেন ফাউন্ডেশন

সিলেটে মোমেন ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি, বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষে পাশে দাঁড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের নামে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শোকাবহ আগস্টের প্রথম দিনেই আড়াইশো মানুষকে নিয়ে ফ্রি মেডিকেল গঠন করেছে মোমেন ফাউন্ডেশন।

সোমবার সকাল থেকে সিলেট নগরীর তেররতন এলাকায় গরীব, দুঃস্থ, চিকিৎসা বঞ্চিত, দিনমজুর মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সিলেটের নামকরা চিকিৎসক টিম এ কার্যক্রম পরিচালনা করেন।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েলের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, ২৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, আবুল খায়ের, ফয়ছল আহমদ, আক্তার সোবহানী, আখতার হোসেন শেখর, শফিক আহমদ, এনাম আহমদ, সালাম, সুন্দর আলী, তারেক আহমদ, আখতার, জব্বার পাপ্পু, দিনার আহমদ দিলু প্রমুখ।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সেলিনা মোমেন তেররতনে নির্মিত ৩টি ডিপ টিউবওয়েল পরিদর্শন করেন। পরে ছৈদানীবাঘ দিঘী পরিদর্শন করেন এবং ওই দিঘী পরিস্কার করতে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে নির্দেশ দেন।