জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডের সদস্য বাংলাদেশ
জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডে বাংলাদেশসহ নতুন ১১টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে। নতুন সদস্য হওয়া ১১ দেশ হল- আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বুরকিনা-ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন এবং ইউক্রেন।
আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে ২০২৩-২৪ সালের জন্য সংস্থার বোর্ড অফ গভর্নরসে ১১ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। বোর্ডের পরবর্তী অধিবেশন অক্টোবরে অনুষ্ঠিত হবে।
২০২৩-২৪ সালের জন্য, এই বোর্ডের ৩৫ সদস্যের মধ্যে যারা থাকছে তারা হলো-আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, কানাডা, চীন, কোস্টারিকা, ডেনমার্ক, ইকুয়েডর, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কেনিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, নামিবিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, কাতার, রাশিয়ান ফেডারেশন, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তুর্কিয়ে, গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে এবং ইউক্রেন।
বোর্ড অফ গভর্নরস হল আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডের দুটি নীতি-নির্ধারক সংস্থার মধ্যে একটি। সদস্যরা পর্যবেক্ষণ বোর্ডের এর আর্থিক বিবরণ, কর্মসূচি এবং বাজেটের বিষয়াদি পরীক্ষা করে এবং বিভিন্ন সুপারিশ করে। এটির সদস্যভুক্তির জন্য আবেদন বিবেচনা করা, সুরক্ষা চুক্তি অনুমোদন করা এবং আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ বোর্ডের নিরাপত্তা মান প্রকাশ করাও এদের কাজের অংশ।