ঢাকা-সিলেট বিরতিহীন ট্রেন চালুর দাবি

ঢাকা-সিলেট বিরতিহীন ট্রেন চালুর দাবি

ঢাকা-সিলেট রেলপথে বিরতিহীন ট্রেন চালুর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এরই মধ্যে দাবি জানিয়ে একটি চিঠিও (ডিও) দিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরকে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সোহাইল আহমেদ বলেন, রোববার গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ চিঠিটি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, সিলেটের মানুষ ব্রিটিশ শাসনামল থেকেই রেলভ্রমণে আগ্রহী। এখান থেকে প্রতিদিন হাজারো মানুষ ট্রেনে যাতায়াত করেন। কিন্তু ঢাকা-সিলেট রেলপথে রেলের সংখ্যা অনেক কম। যাত্রীরা প্রয়োজন মতো টিকিট পাচ্ছেন না। আন্তঃনগর ট্রেনগুলোর চলাচলে অনেক বিরতি থাকায় যাত্রীদের সময়ক্ষেপণ হয়। চাহিদা অনুযায়ী এ পথে একটি বিরতিহীন ট্রেন চালু হলে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ উপকৃত হবে।