ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: 

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

ইউএফপিএ মো. মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, চিকিৎসা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুক্তাদির হোসেন সুজন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সেলবরষ ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতীন্দ্র চন্দ্র চক্রবর্তী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাজল আমিন, পরিবার কল্যাণ সহকারী মাজেদা খানম।

পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জয়শ্রী ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আরতী রাণী রায়, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাজল আমিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে বিউটি রাণী তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী নার্সিং এডেন্ডেন্ট, মিডওয়াইফ, পিপিভি উপস্থিত ছিলেন।