পরিকল্পনামন্ত্রীর দপ্তরে সিলেটের ২০ পৌরমেয়র

পরিকল্পনামন্ত্রীর দপ্তরে সিলেটের ২০ পৌরমেয়র

নিজ নিজ পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বিভিন্ন সমস্যার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগের ২০ পৌরসভার মেয়র।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের পরিকল্পনা কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মিউনিশিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব’র সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে সিলেট বিভাগের ২০ মেয়র পরিকল্পনামন্ত্রীর কাছে তাদের পৌরসভার উন্নয়নে বরাদ্ধ ও সমস্যার কথা তুলে ধরেন।

এসময় মন্ত্রী তাদের বলেন, সিলেটের প্রতি আলাদা দরদ রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তিনি সিলেট বিভাগের পৌরসভাগুলোতে উন্নয়ন কিভাবে বাড়ানো যায় তা আলাপ করবেন।

সৌজন্য সাক্ষাৎকালে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, নবীগঞ্জ পৌরসভার মেয়র সাবীর আহমদ চৌধুরীসহ সিলেট বিভাগের ২০ পৌর মেয়রগণ।

এ সময় কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ টেলিফোনে জানান, মন্ত্রীর মহোদয় অত্যন্ত খোলামেলা আলাপ করেছেন। সবাইকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।