প্রথম ওয়ানডেতে টাইগারদের লজ্জাজনক পরাজয়

প্রথম ওয়ানডেতে টাইগারদের লজ্জাজনক পরাজয়

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এ জয়ে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

শুক্রবার হারারেতে বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের মাথায় ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৬২ রানে তৃতীয় উইকেট হারালেও প্রতিরোধ গড়ে তোলেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। 

বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে দুজনেই শতক হাঁকিয়েছেন। গড়েছেন ৪র্থ উইকেটে সর্বোচ্চ ১৯২ রানের জুটি।

এছাড়া জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে মাত্র দ্বিতীয় বার এক ম্যাচে দুজন শতক পাওয়ার ঘটনা ঘটল। প্রথম এমন ঘটেছিল ২০০৪ সালে, অ্যাডিলেডে ভারতের বিপক্ষে। 

বাংলাদেশের বিপক্ষে ৯ বছর আর ১৯ ম্যাচের অপেক্ষার পর জয় পেল জিম্বাবুয়ে। সেই ২০১৩ সালের ৮ মে এসেছিল ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শেষ জয়টি, এলো আবার ২০২২ সালের ৫ আগস্ট।

এর আগে হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম আর তিন বছর পর ওয়ানডেতে ফেরা এনামুল হক বিজয়ের ফিফটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।