প্রথমবার শিরোপা জিতবে সিলেট জয়ের ব্যাপারে আশাবাদী নাফিস

প্রথমবার শিরোপা জিতবে সিলেট জয়ের ব্যাপারে আশাবাদী নাফিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার দল নিয়েই শিরোপার মঞ্চে চলে এসেছে সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মুর্তজার দল। দুর্দান্ত খেলে ফাইনালে আসা দলটির কোচ কিংবা খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী ফাইনাল নিয়ে। সবার মতোই ফাইনাল জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল খানও।

দলের ম্যানেজাররা সাধারণত পর্দার আড়ালে দায়িত্ব পালন করে থাকেন। সিলেটের ম্যানেজমেন্ট সহ সবকিছুই দেখভালের দায়িত্ব বেশ ভালোভাবে সামলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে ম্যানেজার নাফিস জানালেন নতুন ফ্র্যাঞ্চাইজি এবং দলের পরিবেশ নিয়ে।

নাফিস বলেন, ‘নতুন ফ্র্যাঞ্চাইজি যেহেতু, আমার বড় চ্যালেঞ্জ ছিল দলের পরিবেশ ঠিক রাখা। আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল তারাও নতুন এবং লোকাল। ওই জায়গায়ও বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো সবকিছু মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ। আমাদের দলের পরিবেশ আল্লাহর রহমতে অনেক ভালো ছিল।’

নাফিস যোগ করেন, ‘খেলোয়াড় বাছাই করার ব্যাপারে যদি বলি, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলায় খেলোয়াড় অ্যাভেইলেবল ছিল না। অনেকে আসছে অনেকে গেছে। ইমাদ আমির ওদের পরিবর্তিত খেলোয়াড় আনা। স্পেশালি একটা বাজেটের মধ্যে আনা।’

টুর্নামেন্ট জুড়ে দায়িত্ব পালন করা, বিদেশি এবং দেশি খেলোয়াড়দের ম্যানেজারের দায়িত্ব একটু চ্যালেঞ্জিং ছিল কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কঠিন না, তবে ব্যস্ত থাকতে হয় অনেক। কোচের একরকম দায়িত্ব ম্যানেজারের একরকম দায়িত্ব। সবকিছুই গুরুত্বপূর্ণ, এনজয় করি আর কি।’

সিলেট প্রথমবার বিপিএল ইতিহাসে ফাইনালে উঠেছে। প্রথমবারেই বাজিমাত করার ব্যাপারে বেশ আশাবাদী নাফিস, ‘আমরা তো ভাই এতদূর আসছি এবং চিন্তা করতেছি ম্যাচ বাই ম্যাচ। কাল তো একটা ম্যাচ বাকি। সুতরাং আমরা জয়ের জন্য যাব। এ দিন যে ভালো ক্রিকেট খেলবে সে-ই জিতবে, আমরা আশাবাদী।’