প্রদীপ পুরকায়স্থের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে একজন পরিক্ষিত রাজনৈতিক নেতার জীবনাবসান হলো।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চালিবন্দর শ্বশানঘাটে তাঁর সৎকার কার্য সম্পন্ন করা হবে।