বাড়ির পথে শাবির ছাত্র বুলবুলের মরদেহ

বাড়ির পথে শাবির ছাত্র বুলবুলের মরদেহ

ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মাঠে জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, সাবেক প্রক্টর আলমগীর কবির, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তর করার সময় দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।