বিয়ানীবাজারে মেয়র হলেন বহিষ্কৃত আ.লীগ নেতা ফারুক

বিয়ানীবাজারে মেয়র হলেন বহিষ্কৃত আ.লীগ নেতা ফারুক

বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচনে মেয়র পদে চমক দেখিয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জিএস ফারুকুল হক প্রায় দেড় হাজার বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুসারে ১০টি কেন্দ্রে ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুকুল হক (চামচ প্রতীক) মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।

তবে অন্য মেয়র প্রার্থীদের ৯টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। প্রাপ্ত সে ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১ হাজার ৩৪৬ ভোট, মোবাইল প্রতীকের আব্দুস সবুর ১ হাজার ২৯৩ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৩২ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ৭০৯ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ৭৩৪ ভোট, নারিকেল গাছ প্রতীকের অজি উদ্দিন ১৮৭ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ৯৫ ভোট ও কাস্তে প্রতিকের আবুল কাশেম ৬৭ ভোট পেয়েছেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ইভিএমে বিয়ানীবাজার পৌরসভার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভা ৯টি ওয়ার্ডের ১০ টি কেন্দ্রের মোট ভোটার ২৭ হাজার ৭শত ৯৩জন।