ব্যাটে ঝড় ওঠল না, বাংলাদেশের ১২৪

ব্যাটে ঝড় ওঠল না, বাংলাদেশের ১২৪

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে যে ঝড়ের দেখা মিলেছিল অবশেষে ছেদ পড়ল সেখানে। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.২ ওভারে মাত্র ১২৪ রান করতে পেরেছে বাংলাদেশ।

স্রোতের বিপরীতে একাই লড়েছেন শামীম পাটোয়ারি। করেছেন হাফসেঞ্চুরি। ৪২ বলে করেছেন ৫১ রান, যেখানে ছিল ৫টি চার ও দুইটি ছক্কার মার।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশের শুরুও হয়েছিল প্রথম ওভারে ৯ রান তুলে। এরপর শুরু হয় বিপর্যয়। একে একে আউট হতে থাকেন ব্যাটাররা, কোন জুটি দাঁড় হয়নি।

লিটন দাস ৫ রান, নাজমুল শান্ত করেন ৪ রান, রনি তালুকদার করেন ১৪ রান, সাকিব আল হাসান করেন ৬ রান, তাওহীদ হৃদয় করেন ১২ রান, রিশাদ হোসেন ৮ রান করেন, তাকসিন আউট হন শূন্য রানে, নাসুম করেন ১৩ রান, শরীফুল ইসলাম করেন ৫ রান।

এই ম্যাচে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। বিশ্রাম দেওয়া হয়েছে মেহেদি মিরাজকে। এছাড়া মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আয়ারল্যান্ড একাদশে এক পরিবর্তন এনেছে।

টানা দুটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে জেতার সুযোগ সাকিব আল হাসানের দলের সামনে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং (অধিনায়ক), রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেন, বেন হোয়াইট।