ব্যাবসায়ীদের স্বার্থে কাজ করতে চান পাবেল

ব্যাবসায়ীদের স্বার্থে কাজ করতে চান পাবেল

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র দ্বিবার্ষিক (২০২২-২৩) নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ড ও ৩ সদস্যবিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়াও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে ভোটার ও বৈধ প্রার্থী তালিকা।

এদিকে অর্ডিনারি শ্রেণি থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছেন সিলেটের পরিচিতি ব্যবসায়ী আব্দুল হাদি পাবেল। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজিক কর্মকান্ডে সক্রিয়।

সিলেট মা ও শিশু হাসপাতালের নির্বাহী পরিচালক ও সিলেট মহানগর ঐক্য কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক।

প্রার্থী ঘোষনা করার পর পরই জমজমাট প্রচারণা করেছেন পাবেল। ব্যবায়ীদের উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।  প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এতে ভোটাররাও উজ্জিবিত হচ্ছেন।

এ ব্যাপারে আব্দুল হাদি পাবেল বলেন, আমরা সিলেট চেম্বারকে একটি পর্যায়ে নিয়ে যেতে চাই। আমি সিলেট চেম্বার ব্যাবসায়ীদের স্বার্থেই কাজ করবো। সিলেটের প্রতিটি ব্যাসায়ীক সেক্টরে উন্নতির আমার প্যানেল নিয়ে প্লান সাজাবো। শুধু ব্যাসায়ীক সেক্টরই নয় আমার বোর্ড সিলেটের সার্বিক উন্নয়নে কাজ করেছে। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।