সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষে ড্র বাংলাদেশের

ভারতের বিপক্ষে ড্র বাংলাদেশের
ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ ম্যাচ ড্র করে অর্ধেক পয়েন্ট পেয়েছে জামাল ভূইয়ারা। সোমবার মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি - গোলে ড্র হয়।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে ৮২ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ভারত যেখানে ১০৭ নম্বরে, বাংলাদেশের অবস্থান সেখানে ১৮৯। তবে মাঠের লড়াইয়ে ভারতের বিপক্ষে সমানে সমান লড়েছে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ৪। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে - গোলে হারিয়েছে জামাল-তপুরা। বৃহস্পতিবার পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

পাঁচ দলের আসরের প্রথম পর্বে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এরপর টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ২৬ মিনিটে সুনীল ছেত্রী এগিয়ে দিয়েছিলেন ভারতকে। সেই গোলের সুবাদে - গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইগর স্টিমাচের দল

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাত গোল করে দলকে সমতা এনে দেন। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে