মধ্যরাতে মসজিদ থেকে হেফাজত নেতা শাহীনূর পাশা গ্রেফতার

মধ্যরাতে মসজিদ থেকে হেফাজত নেতা শাহীনূর পাশা গ্রেফতার
শাহীনূর পাশা গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর পীরমহল্লা এলাকা থেকে সিআইডি ঢাকার একটি টিম তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির বিমানবন্দর থানার ওসি ময়নূল জাকির। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তিনি জানাতে পারেন নি।

তবে পুলিশের একটি বিশেষ সূত্র জানিয়েছে- সাম্প্রতিক দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তা তিনি করে জানা যায়নি।

এদিকে পাশার এক নিকটাত্মীয় জানান, 'শাহীনূর পাশা চৌধুরী নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে এতেকাফরত অবস্থায় ছিলেন। মসজিদ থেকে তাকে বাসায় নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল। বাসায় ২০ মিনিট অবস্থান শেষে তাকে নিয়ে যায়।'

প্রসঙ্গত- শাহীনূর পাশা সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি বিএনপির শরিক দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামে।