মৌলভীবাজারে অসাবধানতায় প্রাণ গেল যুবকের

মৌলভীবাজারে অসাবধানতায় প্রাণ গেল যুবকের

মেরাজ আহমেদ (৩০) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঈদের আগের দিন রাতে (চাঁদরাত) বড় বোনের জন্য ঈদের বাজার দিতে যাচ্ছিলেন মোটরসাইকেলে। পথে নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে প্রাণ যায় তাঁর।

মেরাজ মৌলভীবাজারের কমলগঞ্জের বালিগাঁও গ্রামের জাহির মিয়ার ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের বাবুর বাজার এলাকায় মোটরসাইকেলসহ একটি নির্মাণাধীন কালভার্টে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

মেরাজের বোন দিলারা বেগম জানান, মৌলভীবাজারে বড় বোনের জন্য ঈদের বাজার দিতে গতকাল রাতে মোটরসাইকেলে রওনা দেন মেরাজ। পথে বাবুর বাজার এলাকায় ডাইভারশন রোডে (বিকল্প পথে) না গিয়ে নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে মোটরসাইকেল নিয়ে পড়ে নির্মমভাবে মারা যান। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেন। আজ সকালে তাঁর ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। বিকেলেই জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।