রাতাগুল সোয়াম ফরেষ্ট রক্ষার্থে এলাকাবাসীর স্মারকলিপি 

রাতাগুল সোয়াম ফরেষ্ট রক্ষার্থে এলাকাবাসীর স্মারকলিপি 

সিলেটের রাতাগুল সোয়াম ফরেষ্ট রক্ষার্থে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বনবিভাগের সিলেট বিভাগীয় কার্যালয়ে রাতারগুল এলাকাবাসীর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, রাতারগুল সোয়াম ফরেষ্ট এর পাশ দিয়ে প্রবাহিত নদীতে কিছু অসাধু বালু উত্তোলনকারী রাতের অন্ধকারে বালু উত্তোলন করে যাচ্ছে। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গন দেখা দেয়ায় রাতারগুল সোয়াম ফরেষ্ট বিলীন হয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এলাকাবাসী আপত্তি দিলে বালু উত্তোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা মোকদ্দমায় জড়িত করার ভয়ভীতি দেখায়। নদী হতে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বনবিভাগের প্রতি জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সুনা মিয়া, মোঃ হারিছ মিয়া, কাদির, সুফিয়ান, মিনহাজ উদ্দিন সহ রাতারগুল এলাকাবাসী।