সাড়ে তিন লাখ ভোটার, কেন্দ্রে আসবেন কতজন?

সাড়ে তিন লাখ ভোটার, কেন্দ্রে আসবেন কতজন?

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য আসনে রাত পুহালেই উপনির্বাচনে ভোট গ্রহন শুরু হবে। চলছে কড়া হিসাব-নিকাশ। প্রার্থীদের এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে কেন্দ্রে ভোটারদের উপস্থিতির বিষয়।

স্থানীয় লোকজন বলছেন, ভোটারদের কেন্দ্রে উপস্থিত করানোই প্রার্থীদের অনেক বড় চ্যালেঞ্জ। যে প্রার্থী বেশিসংখ্যক ভোটার কেন্দ্রে হাজির করাতে পারবেন, তিনি এগিয়ে যাবেন বিজয়ের লড়াইয়ে।

আসনটির ভোটারদের মতে, এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। উৎসব কিংবা আমেজ নেই তেমন।

সিলেট নগরের উপকণ্ঠে অবস্থিত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫২ হাজার জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৪৯টি।

নির্বাচনে মোট প্রার্থী আছেন চারজন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।