সিলেটে অবৈধ স্টোন ক্রাশার উচ্ছেদে অভিযান

সিলেটে অবৈধ স্টোন ক্রাশার উচ্ছেদে অভিযান

সিলেটে বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ স্টোন ক্রাশার মেশিন (পাথর ভাঙার যন্ত্র) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ জুন) জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসেনর ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এই অভিযানের বিয়ানীবাজা উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, স্থানীয় পুলিশ ও বিজিবির সহযোগিতা করে। এ সময় বেশ কিছু স্টোন ক্রাশার ও রাস্তার উপরে স্তুপ করে রাখা পাথর অপসারণ করা হয়।

জানা গেছে, স্থল বন্দরের কার্যক্রমে যাতে বিঘ্নতা সৃষ্টি না হয় সেজন্য দ্রুত সময়ের মধ্যে সকল অবৈধ স্টোন ক্রাশার ও স্তুপ করে রাখা পাথর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।