সিলেটে করোনার টিকা নিলেন আরও ২৩২০ জন

সিলেটে করোনার টিকা নিলেন আরও ২৩২০ জন

সিলেটে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২ হাজার ৩২০ জন। সোমবার (২ আগস্ট) সিলেট নগরীর দুইটি টিকা কেন্দ্রে এসব মানুষ এই টিকা নেন।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১ হাজার ৮৩০ জন আর পুলিশ লাইন্স হাসপাতালে ৪৯০ জন টিকা নেন। এদিকে সিনোর্ফামার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩৮ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকা কেন্দ্রে আসতে পারবেন। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।

এছাড়া টিকা গ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলেও জানান তিনি।