সিসিক নির্বাচন: আ.লীগ ও জাপার মেয়র প্রার্থীকে ইসির শোকজ

সিসিক নির্বাচন: আ.লীগ ও জাপার মেয়র প্রার্থীকে ইসির শোকজ
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী (বামে) এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩০ মে) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুলকে পৃথক দুটি চিঠিতে এই নোটিশ দেওয়া হয়েছে।

সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘কোনো প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা।

কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।’

তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে নিজে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৫ উল্লেখ করে পত্রে আরো বলা হয়, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

সিলেট সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই মেয়র প্রার্থীরা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার কাজ চালিয়ে আসছেন।

দীর্ঘ প্রায় এক মাস ধরে তারা প্রতীক সম্বলিত লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সভা-সমাবেশে যোগ দিচ্ছেন, বিভিন্ন মহলের সঙ্গে করছেন গণসংযোগ। তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে নিয়মমত তারা কোনো ধরণের প্রচার কাজ চালাতে পারেন না।