সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৈয়বুর সভাপতি, সম্পাদক আবদুল হক

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তৈয়বুর সভাপতি, সম্পাদক আবদুল হক

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. তৈয়বুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল হক নির্বাচিত হয়েছেন। সোমবার সমিতি ভবনে পাঁচটি পদে সরাসরি ভোট হয়। বাকি ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইনজীবী মো. শামছুল হক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মোহাম্মদ মানিক ও মোহাম্মদ আমিরুল হক। ভোট গণনা শেষে রাত ৯টায় তাঁরা ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. তৈয়বুর রহমান ১৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ শামসুল ইসলাম পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আবদুল হক পেয়েছেন ১২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শেরেনূর আলী পান ১২০ ভোট। এ ছাড়া ভোটে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নূরুল আলম, সহসাধারণ সম্পাদক পদে আবদুল মজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে খোরশেদ আহমদ নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির ৪০৩ জন ভোটারের মধ্যে ৩৫৪ জন ভোট দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. নানু মিয়া, সহসভাপতি গৌরাঙ্গ পদ দাশ, কোষাধ্যক্ষ নেছার আহমেদ, পাঠাগার সম্পাদক জিয়াউর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান, নির্বাহী সদস্য জয়নাল তালুকদার, মো. বশির উদ্দিন, বিমান কান্তি রায়, মো. আফিজ মিয়া ও মোহাম্মদ শাহীনুর রহমান।