সুনামগঞ্জে দুর্গম এলাকার স্কুলছাত্রীদের সাইকেল দিলেন চেয়ারম্যান

সুনামগঞ্জে দুর্গম এলাকার স্কুলছাত্রীদের সাইকেল দিলেন চেয়ারম্যান

দুর্গম এলাকা হতে যাতায়াত সুবিধার জন্য এবার মাধ্যমিকে পড়ুয়া ছাত্রীদের হাতে নতুন সাইকেল তুলে দিলেন ইউপি চেয়ারম্যান। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন স্কুলছাত্রীদের হাতে নতুন সাইকেল তুলে দেন।

ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে ১ লাখ টাকা বরাদ্দে উন্নয়ন তহবিল (এলজিএসপি-৩) আওতায় ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রোববার নতুন সাইকেল দেয়া হয়।

এ সময় শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, ইউপি সচিব মো. মনিরুল ইসলাম, ইউপি সদস্য সামছুল হক সিকদার, আলী আহমদ, মনোয়ারা বেগম, পরিষদের অন্যান্য ইউপি সদস্যসহ এলাকার সুশীল সমাজের লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় লাউরগড়ের নবম শ্রেণির ছাত্রী রাজারগাঁও গ্রামের মিননি রায় ও দশম শ্রেণির ছাত্রী রুনিয়া সুলতানা সাইকেল হাতে পেয়ে তাদের অনুভূতি জানাতে গিয়ে যুগান্তরকে বলেন, বাড়ি হতে প্রায় তিন হতে সাড়ে ৩ কিলোমিটার পায়ে হেঁটে কিংবা অটোরিকশায় করে আমাদেরকে পাঠগ্রহণে দুর্গম সীমান্তে থাকা স্কুলে আসা যাওয়া করতে হতো প্রতিনিয়ত, এখন ইউনিয়ন চেয়ারম্যান নতুন সাইকেলের ব্যবস্থা করে দেয়ায় নিজেরাই সাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারব তাতেই আমরা খুশী।