সুনামগঞ্জে পর্যটনের বিকাশ নিয়ে মতবিনিময়

সুনামগঞ্জে পর্যটনের বিকাশ নিয়ে মতবিনিময়

সুনামগঞ্জ জেলার পর্যটন শিল্পের বিকাশে প্রিপারেশন অফ ট্যুরিজম মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ বিটিএমপি’র উদ্যোগে জেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, বিটিএমপি টিম লিডার বেনজামিন কেইন, ইনবাউন্ড ট্যুর অপারেটর এক্সপার্টের প্রতিনিধি তৌফিক রহমান, বিটিএমপি’র সিনিয়র আরবান প্ল্যানার তানভীর আহমেদ, আইপিএ গ্লোবাল লিমিটেড ইন্ডিয়ার রিজিওনাল প্ল্যানার ও বিটিএমপি’র কনসালটেন্ট শাকসি গোডারা, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদীদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি রিফাতুল হক, সহকারী কমিশনার ফজলে রব্বানী, এ এস এম রেজাউল করিম, শিল্পী রানী মোদক, সহকারী কমিশনার ভূমি (সদর) সাদিয়া সুলতানা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, প্রভাষক তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন শান্ত প্রমুখ।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পটের উন্নয়ন, নানা সমস্যা এবং পর্যটকদের আকর্ষণ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব দরবারে সুনামগঞ্জের পর্যটনের সুনাম ছড়িয়ে দিতে কাজ করার জন্য তাগিদ দেন বক্তারা।